চলছে পঞ্চম দফার নির্বাচন। হাইভোল্টেজ হুগলি কেন্দ্রেও আজ ভোট। হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সকাল থেকেই বুথে বুথে ঘুরে ভোটগ্রহণ দেখছেন। হুগলির বলাগড় শ্রীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেন তিনি।
রচনার অভিযোগ তাঁদের প্ল্যাকার্ড, ফেস্টুন ছিঁড়ে ফেলেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টের মাটি থেকে নিজে হাতে তুলতেও দেখা যায় হুগলির তৃণমূল প্রার্থীকে।
Lok Shaba Election 2024 : বীজপুরে অর্জুনকে গো ব্যাক স্লোগান, মহিলাদের প্রতিরোধের মুখে বিজেপি প্রার্থী
এই অভিযোগ নিয়ে তৃণমূলের তরফে নির্বাচন কমিশনে যাওয়া হবে বলেও জানান রচনা। রচনার কথায় এসবই ভয়ের প্রতিফলন। ভোটের সকালে রচনার পরনে নীল পিওর সিল্ক শাড়ি, সঙ্গে হালকা মেকআপ।