হুগলি কেন্দ্র থেকে তাঁকেই তুরুপের তাস করেছিলেন তৃণমূল সুপ্রিমো। বলছি 'দিদি নং ১' রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা। টেলিভিশনে দারুণ জনপ্রিয়। কিন্তু রাজনীতিতে একেবারে নবাগতা রচনাকে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলেন মমতা? একটু বেশি ঝুঁকি নেওয়া হল না? না, হল না। মঙ্গলবার বেলা গড়াতেই স্পষ্ট হল তা। লকেটকে ৫১ হাজার ভোটে হারিয়ে জয়ী হলেন রচনা।
অভিনেত্রীর তৃণমূলের যোগদানের দিন থেকে ভোট পর্ব সারা হওয়া পর্যন্ত বাংলার মিম-চর্চার কেন্দ্রে ছিলেন তিনি। ঘনঘন ট্রোল্ড হয়েছেন। তোয়াক্কা করেননি সেসবের। বরং পরবর্তী প্রচারে তাঁকে নিয়ে ভাইরাল হওয়া মিমের প্রসঙ্গ তুলেই হেসেছেন, মজা করেছেন। এক সময়ের বন্ধু, রাজনীতির ময়দানে ঘোর প্রতিদ্বন্দী লকেটকে নিয়ে করা সাংবাদিকদের প্রশ্নের মুখে রচনা কখনওই ব্যক্তিগত আক্রমণ করেননি লকেটকে, বরং বারবার বলেছেন, "রাজনীতিতে ওঁ আমার সিনিয়র"।
গণতন্ত্রের উৎসবের শেষ দিনে রিপোর্ট কার্ড হাতে আসতেই অবাক করা ফলাফল। শেষ হাসি হাসলেন রচনাই। দিদি নং ১-এর সেট থেকে দিল্লি, সফরকাল অল্প হলেও পথ খুব মসৃণ ছিল না। তবে সে পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছলেন রচনা, হাসিমুখেই।