কাঞ্চন মল্লিক বনাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিতর্কে কোনও পক্ষকেই সমর্থন করেন না হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে সঙ্গে নিয়ে প্রচারে যেতে অস্বীকার করেন শ্রীরামপুর লোকসভার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে বিস্তর জলঘোলা হয়। এই বিতর্কের প্রেক্ষিতে মুখ খুলেছেন রচনা।
কল্যাণ বনাম কাঞ্চন বিতর্কে নাম জড়িয়ে গিয়েছেন রচনারও৷ হুগলি লোকসভা কেন্দ্রের সর্বত্র তিনজনের ছবি-সহ পোস্টার পড়েছে। তাতে লেখা হয়েছে, 'আজকে কাঞ্চনের সাথে হয়েছে আগামীতে আপনার সাথে হতে পারে (দিদি নম্বর ওয়ান)। এই বাংলায় শিল্পীদের কোন দাম নাই'। সবশেষে লেখা, 'জয় বাংলা'।
কারা এই পোস্টার দিয়েছে তা অবশ্য এখনও অস্পষ্ট। রচনা জানান, তিনি মনে করেন সব শিল্পীরই সম্মান পাওয়া উচিত। তবে তাঁর কথায়, "কাঞ্চনের ক্ষেত্রে কি পরিস্থিতি হয়েছিল সেটা আমার জানা নেই, তাই বলতে পারব না। আমার সঙ্গেও হতে পারে এই মর্মে যদি পোস্টার পড়ে থাকে, আমি বলব আমার সঙ্গে এখনও হয়নি।" হুগলির তৃণমূল প্রার্থী আরও বলেন, "আমি কাঞ্চন বা কল্যাণদা- কাউকেই সমর্থন করছি না। কারণ বিষয়টা আমি পুরোটা জানি না কি ঘটনা ঘটেছিল"।