কংগ্রেস ক্ষমতায় এলেই দেশ থেকে মুছে ফেলা হবে দারিদ্র্য। গরিব পরিবারের মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এক লক্ষ করে টাকা। রাজস্থানের বিকানিরের অনুপগড়ের জনসভায় কংগ্রেসের ইস্তেহারের এই প্রতিশ্রুতির কথা জনতাকে জানালেন রাহুল গান্ধী।
রাহুল বলেন, কংগ্রেস ক্ষমতায় এলেই দেশ থেকে এক ঝটকায় দারিদ্র্য মুছে ফেলা হবে৷ দারিদ্রসীমার নিচে যাঁরা থাকবেন, সেই পরিবারের একজন করে মহিলার অ্যাকাউন্টে প্রতি বছর ১ লক্ষ টাকা, অর্থাৎ মাসে সাড়ে ৮ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে তীব্র আক্রমণ করেন রাহুল। তিনি বলেন, ১৫-২০ জন শিল্পপতির ঋণ মকুব করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই অর্থে ১০০ দিনের কাজের ২৪ বছরের টাকা দেওয়া যেত। ইলেক্টোরাল বন্ড, বেকারত্ব এবং মূল্যবৃদ্ধি নিয়েও বিজেপিকে তোপ দাগেন কংগ্রেস নেতা।