রবিবার তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালানোর অভিযোগ ওঠে আয়কর দফতরের বিরুদ্ধে। এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধির হেলিকপ্টারে তল্লাশি চালালো নির্বাচন কমিশন। সোমবার তামিলনাড়ুর নীলগিরিতে ওই তল্লাশি অভিযান চালানো হয়। সেখানকার পুলিশের তরফে জানানো হয়েছে, ফ্লাইং স্কোয়াড অফিসাররা তাঁর চপারে তল্লাশি চালিয়েছেন। সংবাদসংস্থা PTI সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
জানা গিয়েছে, রাহুল গান্ধি নির্বাচনী প্রচারে তাঁর লোকসভা কেন্দ্র ওয়েনাড যাচ্ছিলেন। তার আগেই তাঁর হেলিকপ্টারে তল্লাশি চালানো হয়। ২৬ এপ্রিল ওই কেন্দ্রের ভোট গ্রহণ রয়েছে। যদিও কী কারণে তল্লাশি তা জানা যায়নি।
অভিষেকের কপ্টারে তল্লাশি
অন্যদিকে রবিবার সকালে হলদিয়া যাওয়ার আগে অভিষেক বন্দ্যোধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালানোর অভিযোগ ওঠে আয়কর দফতরের বিরুদ্ধে। যদিও অভিষেকের দাবি ওই তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি।