দিল্লির ক্ষমতা বদল না হলেও লোকসভা নির্বাচনে গোটা দেশ জুড়ে লড়াই হল হাড্ডাহাড্ডি। প্রায় সব জায়গাতেই NDA-কে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হল। আর এর পরেই সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী জানান,এটা ছিল সংবিধান বাঁচানোর লড়াই।
কী বললেন রাহুল গান্ধি?
সাংবাদিক বৈঠক করে রাহুল বলেন, "মোদী সরকার যেভাবে দেশ চালিয়েছেন, সেটা আমার পছন্দ নয়। সংবিধানকেও যেভাবে আক্রমণ করা হয়েছে তাও সমর্থনযোগ্য নয়। কংগ্রেস যে শুধু বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে এমনটা নয়। সংবিধান বাঁচানোরও লড়াই করেছে।" এর সঙ্গে তিনি আরও বলেন, "দেশের সংবিধান রক্ষার কাজ দেশের সবথেকে গরিব মানুষরা করেছেন।"
লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই দেখা যায় গত নির্বাচনের তুলনায় ভালো ফল করেছে কংগ্রেস এবং INDIA সহযোগী দলগুলি। নিজের সাংবাদিক বৈঠকে INDIA জোটে থাকা প্রত্যেকটি দলকে ধন্যবাদ জ্ঞাপনও করেছেন তিনি।