ভোট গণনার দিনে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, সারাদিন অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। তবে দুপুরের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আদ্রতাজনিত অস্বস্তি দিনভর বজায় থাকবে বলে পূর্বাভাস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলার একাধিক স্থানে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
এছাড়া উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৫ এবং ৬ তারিখ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।