রাজ্যে নির্বাচনী প্রচারে এসে ফের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। কটাক্ষ করে তিনি বলেন, নামের সঙ্গে ব্যবহারের মিল নেই তৃণমূল নেত্রীর। প্রশ্ন তোলেন, "আপনার মমতা কোথায় হারিয়ে গেল?"
রবিবার দুপুরে মুর্শিদাবাদের নরসিংহপুরের একটি মাঠে সভা করেন রাজনাথ সিং। সেখানে BJP-র হয়ে লড়ছেন গৌরীশংকর ঘোষ। সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ করেন তিনি।
কী বললেন রাজনাথ সিং?
তিনি বলেন, "মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও সন্দেশখালির মতো ঘটনা ঘটেছে। এইবার আমাদের ভোট দিন। আপনাদের কথা দিচ্ছি আর কোনও সন্দেশখালির মতো ঘটনা ঘটবে না।”
এর পরেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। প্রশ্ন তোলেন, "কেন জনতার দুঃখ দেখতে পান না? আপনার মমতা কোথায় হারিয়ে গেল? আপনি নামেই মমতা। স্বভাবের সঙ্গে মিল নেই আপনার নামের।”