চতুর্থ দফায় সকাল থেকেই দক্ষিণের একাধিক তারকা ভোট দিয়েছেন। সোমবার সকাল সকাল লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন আল্লু অর্জুন জুনিয়র এনটিআর-রা। বেলা গড়াতেই নিজের কেন্দ্রে ভোট দেন RRR খ্যাত রামচরণ এবং তাঁর স্ত্রীও। রাম চরণ তার স্ত্রী উপাসনা কামিনেনি কোনিদেলাকে নিয়ে জুবিলি হিলসের ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন।
IPL 2024 : বছর গড়িয়েছে, চিন্নাস্বামীতেই বিরাট বিতর্কের অবসান, মহারাজের সঙ্গে সৌজন্য কোহলির
উল্লেখ্য, দেশজুড়ে মোট ৯৫টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ । ভোটারের সংখ্যা মোট ১৭কোটি ৭০ লক্ষ । অন্ধ্রপ্রদেশের ২৫ এবং তেলঙ্গানার ১৭টি কেন্দ্রে-ভোট হয়ে যাচ্ছে সোমবার । এছাড়াও উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি , বাংলার ৮টি কেন্দ্রে ভোট রয়েছে ।