ভোটে দাঁড়িয়েছে 'রামচন্দ্র'। তাঁর হয়ে ভোটপ্রচারে আসবেন না 'সীতাদেবী' এবং 'লক্ষ্মণ'? তাই কখনও হয়! মীরাটের বিজেপি প্রার্থী, ছোটপর্দার 'রাম' অরুণ গোভিলের ভোটপ্রচারের অংশ নিচ্ছেন 'সীতা' এবং 'লক্ষ্মণ' চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া দীপিকা চিখালিয়া ও সুনীল লহরী।
একটা সময় গোটা দেশকে মন্ত্রমুগ্ধ করে রাখতেন এই তিনজন। ছোটপর্দায় তাঁদের অভিনয়ের আকর্ষণ ছিল অমোঘ। ফাঁকা হয়ে যেত রাস্তাঘাট। ভিড় জমত টিভির সামনে। সেই আবেগ উস্কে দিতেই পদ্ম শিবির প্রার্থী করেছে অরুণকে।
ভোটে জিততে পরিশ্রমে খামতি রাখছেন না অরুণ। বিতর্কেও জড়িয়েছেন৷ শ্রীরামচন্দ্রের ছবি বুকে নিয়ে প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে। সেই বিষয়ে কমিশনে অভিযোগ করেছেন বিরোধীরা। মীরটের পল্লবপুরমে গো ব্যাক স্লোগানও শুনতে হয়েছে পর্দার রামচন্দ্রকে৷ কিন্তু সব বাধা পেরিয়ে জিততে মরিয়া তিনি। সঙ্গে পাচ্ছেন সীতা এবং লক্ষ্মণকে।