সদ্যসমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচনে ইতিহাস গড়ল ভারত। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইউরোপের তিনটি দেশের মিলিত জনসংখ্যাকেও ছাপিয়ে গেল ভারতের মোট মহিলা ভোটারদের সংখ্যা। মহিলাদের ভোটদানের নিরিখেও বিশ্বের বৃহত্তম দেশ হল ভারত।
মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার জানিয়েছেন, ২০২৪ লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) মোট ৬৪.২ কোটি মানুষ ভোট দিয়েছেন। তার মধ্যে মহিলা ভোটারদের সংখ্যা ৩১ কোটি।
সদ্যসমাপ্ত নির্বাচনে ভারতীয় ভোটদানের সংখ্যা জি-৭ সদস্য দেশগুলোর মোট ভোটারদের দেড়গুণ বেশি। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের ভোটারের তুলনায় এই সংখ্যা আড়াইগুণ বেশি। ভোট দিয়েছেন যারা, কেবল তাঁদের এই হিসাবের আওতায় আনা হয়েছে। ভোটার তালিকায় থাকা নামের সংখ্যাটা আরও বেশি।