এই মুহূর্তে রাজ্যরাজনীতির ‘হটস্পট’ সন্দেশখালি। রোজই নিত্য নতুন কারণে শিরোনামে থাকছে বসিরহাটের এই এলাকা। সন্দেশখালি ঘটনায় একের পর এক ভিডিয়ো আসছে প্রকাশ্যে। ক্রমেই চাপ বাড়ছে বিজেপির উপরে। তবু ভোট আবহে প্রচার চালিয়ে যাচ্ছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র (Rekha Patra)। শুক্রবার হাসনাবাদ শিয়ালদা শাখার ট্রেনে উঠে জনসংযোগ সারলেন তিনি। আশীর্বাদ নিলেন সকলের থেকে।
Loksabha Election 2024: মিছিলে শঙ্খ-উলুধ্বনি, মনোনয়ন জমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনোনয়ন দেবশ্রীরও
এদিকে, সন্দেশখালির এই নিয়ে তিনটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তারমধ্যে, একটিতে রেখা পাত্রকে দেখাও গিয়েছে। এই নিয়ে একের পর এক বিজেপিকে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছে রাজ্যের শাসক দল। এই প্রসঙ্গে পাল্টা রেখা তৃণমূলকে এক হাত নিয়ে জানান, আগের ভিডিয়ো ব্যবহার করে, তৃণমূল সন্দেশখালির আন্দোলনকে অসম্মান করার চেষ্টা করছে।