সন্দেশখালিতে এবার রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগে সন্দেশখালির গ্রামবাসীদের মনে সাহস জোগাতেই টহল দিতে শুরু করেছেন তাঁরা। অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ, তাঁদের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী এবং পুলিশ। আর সেকারণে রাত জেগে পাহারা দেওয়ারও ব্যবস্থা করেছেন তাঁরা।
Read More- জামিন চাইতে গিয়ে গ্রেফতার, জেল হেফাজতে সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাস
গ্রামবাসীদের অভিযোগ, রাত হলেই তাঁদের উপর অত্যাচার চলছে। রীতিমতো হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত গুন্ডারা। আর সেকারণে ঝাঁটা লাঠি হাতে রাত পাহারায় নেমেছেন মহিলারা। গ্রামবাসীদের দাবি, কোনওভাবেই পুলিশ ও তৃণমূল নেতাদের ঢুকতে দেওয়া যাবে না।
বেশ কয়েকদিন ধরে ফের উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির একাধিক এলাকা। ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে মহিলাদের বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রাত জেগে মহিলারা পাহাড়া দিতে শুরু করেন