সুষ্ঠুভাবে লোকসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এবার কমিশনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ১ মার্চ থেকে নগদ ও বিভিন্ন সামগ্রী মিলিয়ে দৈনিক ১০০ কোটি মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করেছে EC।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে মোট ৪৬৫০ কোটি টাকার বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে কমিশন। যা ২০১৯-সালের থেকে অনেকটাই বেশি। নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকেই দৈনিক বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করেছে তারা।
কী কী বাজেয়াপ্ত করা হয়েছে?
বাজেয়াপ্ত করা সামগ্রীর মধ্যে রয়েছে নগদ টাকা, মদ, সোনা এবং উপহার সামগ্রী। নির্বাচন ঘোষণা করার পর এই সামগ্রী দেওয়া-নেওয়া সম্পূর্ণ অবৈধ বলে কমিশনের তরফে জানানো হয়েছে।