ন’বছর আগের ঘটনা। তখন সায়নী ঘোষ শুধুই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় করা সায়নী ঘোষের করা একটি ছবি নিয়ে হইচই পড়ে গিয়েছিল গোটা বাংলায়। কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নীকে এখনও কন্ডোম বিতর্ক ধাওয়া করে।
তবে তাঁর কেন্দ্রে নির্বাচনের সকালটা সায়নী শুরু করলেন শিবলিঙ্গে পুজো দিয়েই। ঠিক যেভাবে সায়নী শুরু করেছিলেন যাদবপুরের প্রচার। শিবপুজো করে সকাল সকাল ভোট দিলেন সায়নী।
লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফায় যাদবপুর কেন্দ্রে সাইয়নীর দুই প্রধান প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং পদ্মপ্রার্থী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়।
২০১৫ সালে সায়নীর এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) থেকে একটি গ্রাফিক শেয়ার হয়। ছবিটি শিবলিঙ্গের। তাতে কন্ডোম পরাচ্ছেন এক মহিলা। ‘এর থেকে বেশি কার্যকরী হতে পারেন না ঈশ্বর।’ ২০২১ সালের বিধানসভা নির্বাচন পর্বে বার বার ওই প্রসঙ্গে বিজেপির পক্ষে আক্রমণ করা হয় আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নীকে। ২০২৪ সালের লোকসভা ভোটেও তাই। যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে প্রচারে ওই ‘কন্ডোম বিতর্ক’ই টেনে আনছেন বিরোধীরা।