১লা জুন বরাহনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, একই দিনে দমদম কেন্দ্রের লোকসভা নির্বাচন। শুক্রবার দক্ষিনেশ্বরে ভবতারিণীর পুজো দিয়ে মনোনয়ন জমা দিলেন বরাহনগর উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, এবং দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়।
Arvind Kejriwal : ১ জুন পর্যন্ত কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট
উল্লেখ্য, লোকসভা ভোটে টিকিট না পেয়ে, একরাশ অভিমান ঝড়ে পড়েছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গলায় । তাপসের ছেড়ে যাওয়া বরাহনগরের দায়িত্ব সায়ন্তিকার উপরই ছেড়েছে শাসকদল । ওই কেন্দ্রে সায়ন্তিকার প্রতিপক্ষ সজল ঘোষ । সিপিএম থেকে লড়ছেন তন্ময় ভট্টাচার্য।