লোকসভা ভোটের ফলাফলের দিনে সকাল থেকেই সকলের চোখ আটকে টেলিভিশন স্ক্রিনে। বেলা বাড়তেই স্পষ্ট হয়েছে ফের বাংলায় তৃণমূলের দাপটই অব্যাহত। এবারের লোকসভা নির্বাচনের সঙ্গেই বরানগর এবং ভগবানগোলায় ছিল বিধানসভা উপনির্বাচন। বাঁকুড়ায় বিধানসভায় হারের পর, বরানগর চ্যালেঞ্জ নিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল প্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধে লড়েছিলেন বিজেপির কাউন্সিলর তথা দাপুটে নেতা সজল ঘোষ (Sajal Ghosh) । দুপুর অবধি রুদ্ধশ্বাস কাউন্টিং-এর পর প্রায় সাড়ে ৮ হাজার ভোটে জয় ছিনিয়ে আনেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) । জয়ের পর সায়ন্তিকা ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং দলীয় কর্মী সমর্থকদের। সায়ন্তিকা জানান, বিধায়ক হয়ে তাঁর প্রথম কাজ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম করা।