অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধির কপ্টারে তল্লাশি হয়েছিল আগেই। এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের গাড়িতে তল্লাশি চালালেন পুলিশ এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা। কোচবিহারের দেওয়ানহাট এলাকায় তল্লাশি চালানো হয়। যদিও প্রথমে নিজের গাড়ি তল্লাশি চালাতে বাধা দেন বলে অভিযোগ ওঠে নিশীথের বিরুদ্ধে।
কী ঘটেছে?
স্থানীয় সূত্রে খবর, দেওয়ানহাট এলাকায় নিশীথের গাড়ি আটকায় কমিশন এবং পুলিশ। নাকা তল্লাশি চালানো হবে বলে জানানো হয়। তারপরেই গাড়ি থেকে নেমে আসেন নিশীথ প্রমাণিক এবং তাঁর নিরাপত্তারক্ষীরা। এরপর আধিকারিকরা তল্লাশির প্রস্তুতির নেওয়ার সময়ই নিরাপত্তারক্ষীদের সঙ্গে শুরু হয় বচসা।
দীর্ঘক্ষণ বচসার পর, সরকারি আধিকারিকদের পরিচয়পত্র দেখতে চান নিশীথ প্রমাণিক। তারপরেই শুরু হয় তল্লাশি অভিযান। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক চাঞ্চল্য।
এর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধির কপ্টারে তল্লাশি চালানো হয়।