বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া প্রায় শান্তিতেই মিটেছে রাজ্যের প্রথম তিন দফার ভোটগ্রহণ পর্ব। এবার সেই ধারা অব্যাহত রাখতে স্বচেষ্ট নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের প্রথম দফায় মোতায়েন করা হয়েছিল ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কিন্তু চতুর্থ দফায় বাহিনীর সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৫৯৬ কোম্পানি। বীরভূম, বোলপুর, বহরমপুরের মতো অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির ভোটগ্রহণ হবে এই চতুর্থদফায়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, যেহেতু এই কেন্দ্রগুলিতে অতীতে হিংসার ছবি দেখা গিয়েছে সেইকারণে একটু বেশি সতর্ক কমিশন।
চতুর্থ দফায় মোট আট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। সেক্ষেত্রে প্রায় ৪৬ হাজার কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন বুথে মোতায়েন করবে কমিশন। এরসঙ্গে ৩০ হাজারেরও বেশি রাজ্য পুলিশ থাকবে নিরাপত্তার দায়িত্বে।
বীরভূমের দুই কেন্দ্রে থাকবে ১৩১ কোম্পানি বাহিনী, এবং আসানসোল-দুর্গাপুর কেন্দ্রে থাকবে ৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে বর্ধমান উত্তর লোকসভা কেন্দ্রে রাখা হচ্ছে ১৫২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে।
সূত্রের খবর, শনিবার পাঁচ জেলার শীর্ষ কর্তাদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। কোন কোন এলাকায় অশান্তির সম্ভাবনা রয়েছে সেবিষয়েও জানার চেষ্টা করেছেন তাঁরা।