বিশ্বকাপটা শুধু শেষ হওয়ার অপেক্ষা। তারপরেই বোমা ফাটাবেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট তারকা শাহীদ আফ্রিদি। কারা কীভাবে ভিতর থেকে পাকিস্তানের ক্ষতি করছে, প্রকাশ্যে আনবেন সবকিছু।
বিশ্বকাপের শুরুটা একদম ভালো হয়নি পাকিস্তানের। দুর্বল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে গিয়েছেন বাবর আজমরা। হারতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছেও৷ রামিজ রাজা, কামরান আকমলের মতো প্রাক্তন তারকারা টিমের ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন৷ এবার তাঁদের সঙ্গে সুর মেলালেন আফ্রিদিও।
একটি টেলিভিশন সাক্ষাৎকারে আফ্রিদিকে প্রশ্ন করা হয়, এই পাকিস্তান টিমের মধ্যে আদৌ একতা আছে কি? আফ্রিদি বলেন, তিনি বহু কিছুই জানেন। কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার আগে মুখ খুলবেন না। কারা টিমের ক্ষতি করছে, তা বিশদে বলবেন টুর্নামেন্ট শেষ হলেই।
আফ্রদির জামাই শাহীন আফ্রিদিকে নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। সাম্প্রতিক অতীতে নানা ধরণের ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে তাঁর কেরিয়ার। শাহীদ অবশ্য বলেছেন, তাঁর জামাই, মেয়ে বা ছেলে যেই ভুল করুক, তিনি বলতে দ্বিধা করবেন না।