লোকসভা নির্বাচনে 'সাফল্যের' জন্য নরেন্দ্র মোদীকে শুভেচ্ছাবার্তা পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। মোদীকে চিঠি লিখে হাসিনা জানিয়েছেন, তাঁর প্রতি ভারতের জনগণ 'অটল আস্থা' রেখেছেন।
হাসিনা তাঁর চিঠিতে মোদীকে লিখেছেন, 'বাংলাদেশের মানুষের তরফে এবং ব্যক্তিগত ভাবে আমি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ের জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক নেতা হিসাবে আপনি ভারতের মানুষের আশা-আকাঙ্ক্ষার বাহক। আপনার এই জয় প্রমাণ করে, ভারত আপনার নেতৃত্বে অটল আস্থা রেখেছে।'
হাসিনা আরও লিখেছেন, 'ভারতের বিশ্বস্ত বন্ধু হিসাবে বাংলাদেশ দুই দেশের উন্নতির স্বার্থে এবং এলাকায় শান্তি বজায় রাখতে আগামী দিনেও কাজ করবে।’
লোকসংখ্যা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি৷ সরকার গড়বে হবে শরিকদের নিয়ে। তবে এনডিএ জোটই যে সরকার গড়বে তা প্রায় নিশ্চিত। চিন, ইজরায়েল সহ বহু দেশ মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়েছে৷ অভিনন্দন জানালেন হাসিনাও।