প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে লড়াই করবেন কমেডিয়ান শ্যাম রঙ্গিলা। প্রধানমন্ত্রীকে নকল করেই খ্যাতি পেয়েছেন তিনি। এবার সেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই সম্মুখসমরে নামবেন৷ তবে কোনও রাজনৈতিক দলের টিকিটে নয়, শ্যাম জানিয়েছেন, তিনি বারাণসী আসনে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাজস্থান বাসিন্দা ২৮ বছরের এই যুবক জানিয়েছেন তিনি কেন ভোটে লড়তে চান। শ্যামের দাবি, গণতন্ত্রে সকলেরই ভোটে লড়াই করার অধিকার আছে। মানুষ যদি কারও বিরুদ্ধে ভোট দিতে চান, তাহলে ইভিএম-এ বিরোধীদের নাম থাকা জরুরি কিন্তু শ্যামের অনুমান, হয়তো বারাণসীতে বিরোধী কোনও প্রার্থীই থাকবেন না। তাই তিনি ভোটযুদ্ধে নামছেন। উল্লেখ্য, সুরাট ও ইন্দোরে বিজেপি বিরোধী অধিকাংশ প্রার্থী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন।
শ্যামের দাবি, বারাণসীর মানুষই চেয়েছেন তিনি সেখান থেকে লড়াই করুন। মানুষের ভালোবাসার জোরেই তিনি লড়ছেন। তাঁর কথায়, প্রধানমন্ত্রী বলেন যাকে যে ভাষায় যাকে বললে বোঝানো সম্ভব, তিনি তাকে সেই ভাষাতেই বলেন৷ তিনিও ঠিক সেই কাজটাই করতে বারাণসীতে ভোটে লড়ছেন।