ভারতীয় রাজনীতিতে মা-ছেলে ডুয়ো বললেই চোখে ভাসে দুজনের ছবি, সনিয়া গান্ধী-রাহুল গান্ধী। ১৮ তম লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় রাজধানীতে একসঙ্গে ভোট দিলেন সেই চর্চিত ডুয়ো। ভোট দিয়ে সেলফিও তুললেন মা-ছেলে। সেই মুহূর্ত ফ্রেমবন্দি হলো। মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে, নির্বাচন পর্বে নানা সময়ে রাহুলের সঙ্গে দেখা গিয়েছে সনিয়াকে।
সনিয়ার রাজনৈতিক ওঠাপড়ার গোটা পর্বেও মায়ের সঙ্গে থেকেছেন রাহুল। বয়স এবং অসুস্থতার কারণে এবার রায়বেরিলিতে লড়ছেন না সনিয়া। তাঁর ছেড়ে যাওয়া সেই আসনে প্রার্থী হয়েছে গতবার আমেঠীতে পরাজিত রাহুল। ভোটে কী হবে তার উত্তর পাওয়া যাবে দিন দশেক পরে৷ তবে মা-ছেলের এই জুটিকে বহুযুগ মনে রাখবে ভারতীয় রাজনীতি।
১৯৮৪ সাল৷ খুন হলেন ইন্দিরা৷ মায়ের রক্তাক্ত মৃতদেহের সামনে বিহ্বল রাজীব। পাশে সনিয়া। সঙ্গে শিশু রাহুল। ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এই ছবির মতো তীব্র অভিঘাত খুব কম ছবিই তৈরি করতে পেরেছি।
ইন্দিরা হত্যার রক্ত বোধহয় তখনও ঠিক করে মোছেনি ভারতীয় গণতন্ত্রের শরীর থেকে। মাত্র ৭ বছরের ব্যবধানে শহীদ হলেন রাজীব। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল প্রধানমন্ত্রীর শরীর। শ্বাশুড়ি এবং স্বামীর মৃত্যু পর পর দেখতে হল সনিয়াকে। সুদূর ইটালি থেকে আসা যুবতীর গোটা পৃথিবীটাই বোধহয় তছনছ হয়ে গিয়েছিল। তখন আরেকটু বড় হয়েছেন রাহুল। ছায়াসঙ্গীর মতো মায়ের সঙ্গে লেপ্টে ছিলেন তিনি। ছিলেন বোন প্রিয়াঙ্কাও।