সপ্তম দফা ভোট গ্রহণের পর এবারের মতো শেষ গোটা দেশের লোকসভা নির্বাচন। এদিন ভোট ছিল দেশের ৭ রাজ্য সহ একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। বাংলায় ভোট হয়েছে ৯টি কেন্দ্রে। বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে রাজ্যের একাধিক এলাকা থেকে। কমিশন সূত্রে খবর, বিকেল ৫টা পর্যন্ত গোটা দেশে সপ্তম দফায় ভোটের গড় হার ৫৮.৩৪ শতাংশ।
Loksabha Election 2024: ২৯৫টি আসন পাবে INDIA জোট, বিরোধী দলের বৈঠকের পর দাবি মল্লিকার্জুন খাড়গের
সপ্তম দফায় বিকেল ৫টা পর্যন্ত বাংলার ন’টি আসনে ভোটদানের হার ৬৯.৮৯ শতাংশ। সারাদিন সবচেয়ে বেশি উত্তেজনার খবর এসেছে বসিরহাটে। এদিকে ভোট দানের নিরিখে সবচেয়ে এগিয়ে বসিরহাট। কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট পড়েছে যথাক্রমে ৫৯.২৩ শতাংশ ও ৬০.৮৮ শতাংশ।