লোকসভা ভোটের আবহে এবার ব্যারাকপুরের সিপিএম প্রার্থী দেবদূত ঘোষের জন্য প্রচারে অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। এই কেন্দ্র দীর্ঘ ২০ বছর আগে বামেদের দুর্গ ছিল। তড়িৎ বরণ তোপদারের একছত্র রাজত্ব শেষ হয়েছিল তৃণমূলের দীনেশ ত্রিবেদীর হাত ধরে। তারপর ব্যারাকপুরে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠেন অর্জুন সিং। এবার সেই, ভাইটাল কেন্দ্রেই লাল নিশান ওড়াতে বদ্ধ পরিকর অভিনেতা দেবদূত ঘোষ। আদা জল খেয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। এবার তাঁর প্রচারেই অংশ নিলেন শ্রীলেখা মিত্র।
CV Ananda Bose : রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশে অভিযোগ রাজভবন কর্মীর
শ্রীলেখা বরাবরই বাম মনস্ক হিসেবেই পরিচিত। ২১ এর বিধানসভা ভোটেও বামেদের জন্য জোরদার প্রচার করেছিলেন শ্রীলেখা। বুধবার সাদা বেগমপুরী শাড়িতে, চোখে সানগ্লাস এঁটে, হুডখোলা গাড়ি চড়ে দেবদূতের হয়ে ভোট চাইলেন শ্রীলেখা।