প্রখর গ্রীষ্মে তপ্ত বাংলা। তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে ৪০ ডিগ্রি , সঙ্গে রোদের তেজ অব্যাহত। এই আবহাওয়ায় বাংলার টেম্পারেচার এই মুহূর্তে হাই ভোট উত্তাপেও। শুক্রবার থেকেই শুরু হচ্ছে লোকসভার প্রথম দফার ভোট। মোট ৭ দফায় ভোট হবে বাংলা। শেষসময়ে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ প্রার্থীরা। সূয্যিমামাকে মাথায় করেই পথে ঘাটে প্রচার সারছেন তাঁরা।
বৃহস্পতিবার সকালে বহরমপুর লোকসভা কেন্দ্রের হাতিনগর এলাকায় সদলবলে নির্বাচনী প্রচার শুরু করলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। রোদ ঠেকাতে সাদা আম্পেয়ার ক্যাপ পরেছেন অধীর। বাম, কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করেন অধীর।
যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, রোদ গরম মাথায় করেই বৃহস্পতিবার বারুইপুর পুর্ব বিধানসভা কেন্দ্রের সীতাকুন্ডু এলাকায় প্রচারে যান। সৃজন জানান, গরম রুখতে বারংবার মুখেচোখে জলের ঝাপ্টা দিচ্ছেন আর প্রচুর জল খাচ্ছেন, পরছেন টুপিও।
Mamata Banerjee: 'পরিকল্পনা করে হিংসা', মুর্শিদাবাদের ঘটনায় বিজেপিকে তোপ মমতার
যাদবপুর , বহরমপুরের থেকেও বেশি তপ্ত বাঁকুড়া। জেলার তাপমাত্রা ছাড়িয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াসের ঘর। সকাল থেকে জয়পুর ব্লকের শ্যামনগর ও হেতিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে হুট খোলা গাড়িতে জেলা সভাপতি অমরনাথ শাখা ও দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তাঁর ডায়েটে এই মুহূর্তে রয়েছে হাফ বয়েল ডিম এবং নিরামিষ খাবার।