এগিয়ে আসছে যাদবপুর কেন্দ্রে নির্বাচন, শেষ বেলার প্রস্তুতিতে খামতি রাখতে চাইছেন না ওই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সোমবার মঙ্গলবার প্রচারে বেরিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল যাদবপুরের বাম প্রার্থীকে।
বুধবার, সোনারপুর তেমাথা এলাকা থেকে টোটোতে করে প্রচার শুরু করেন সৃজন। হুডখোলা টোটোতে চড়ে এলাকায় জনসংযোগ সারেন তিনি। কেউ তাঁকে এগিয়ে দেয় ডাবের জল তো কেউ জলের বোতল। হামলার ঘটনা প্রসঙ্গে সৃজনের জানান, তৃণমূলের হামলায় তাঁদের কিছুই যায় আসেনি। যাদবপুরে জয় নিয়েও আশাবাদী তিনি।
West Bengal Weather Update: বুধে একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে কলকাতায় হাওয়া বদল
উল্লেখ্য , মঙ্গলবার পঞ্চসায়রে তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার, প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।