আসানসোল কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা বিজেপির। ওই কেন্দ্র থেকে গেরুয়া শিবিরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এস এস আলুওয়ালিয়া। বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা করতে রাজ্যে এসেছেন অমিত শাহ। এরই মাঝে দশম প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির। ওই তালিকায় আসানসোল কেন্দ্রের প্রার্থীরও নাম ঘোষণা করেছে বিজেপি।
আসানসোল কেন্দ্রে প্রার্থী হিসেবে প্রথমে পবন সিংয়ের নাম ঘোষণা করে বিজেপি। কিন্তু প্রার্থী ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নাম প্রত্যাহার করে নেন ভোজপুরী গায়ক। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান তিনি। এতদিন পর এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। এই কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শত্রুঘ্ন সিনহা। সিপিএমের হয়ে লড়াই করছেন জাহানারা খান। দুই প্রার্থীর সঙ্গে লড়াই করতে হবে আলুওয়ালিয়াকে।