বাংলায় বিজেপির আসন সংখ্যা দুই ডিজিটে পৌঁছবে না। সপ্তম দফার ভোটগ্রহণের দিনেই এই ভবিষ্যদ্বাণী করলেন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়।
শনিবার উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই নিজের কেন্দ্রের ভোট পরিস্থিতি খতিয়ে দেখছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
কী বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়?
সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, " সারাদেশে BJP-র আসন সংখ্যা ২০০টির আশপাশে থাকবে। এবং বাংলায় বিজেপির আসন সংখ্যা ২ ডিজিট পার করতে পারবে না।"
Read More- চলছে ৭ম দফার ভোটগ্রহণ! জয়নগরে জলে ফেলা হল EVM
নিজের জয়ের বিষয়েও আশাবাদী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, সারা বছর তিনি উত্তর কলকাতার মানুষের পাশে থাকেন। সেকারণে তাঁরা নির্বাচনের সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন বলে আশাবাদী তিনি।