বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-কে প্রতিদ্বন্দ্বী বলে মনেই করেন না বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। ভোটগ্রহণের দিনেই একথা জানালেন সুজাতা। বিষ্ণুপুরের মানুষ তাঁকেই জেতাবেন বলে আশাবাদী সুজাতার।
ষষ্ঠ দফার ভোটে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ চলছে। ভোট শুরু হতেই পরিদর্শনে বেরিয়েছেন সুজাতা মণ্ডল। সেই সময় সুজাতা বলেন, "ওঁকে আমি প্রতিদ্বন্দ্বী বলে মনেই করি না। আমি আমার কাজের উপর ভরসা রাখি। নিজের উপর ভরসা রাখি। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোটারদের খবর রাখি। ওঁকে আমি প্রতিদ্বন্দ্বী বলে মনেই করছি না। উনি তো কোনও কাজই করেননি। মানুষের কাছেও যাননি।"
এদিকে ভোটের দিন হোটেলে বসেই কাটাবেন বলে জানালেন সৌমিত্র খাঁ। তাঁর দাবি, বিষ্ণুপুরের মানুষ তাঁর সঙ্গে রয়েছেন। সেকারণে আজকের দিনে বাইরে বেরোবেন না তিনি।