কলকাতা পুলিশ ১৪৪ ধারা জারি করলেও প্রধানমন্ত্রীর কর্মসূচি থেকে সরছে না রাজ্য BJP। এবিষয়ে জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, ২৮ মে-র ওই রোড শো-তে প্রায় ২ লাখ মানুষ যোগ দেবেন।
কলকাতা উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে ১ জুন। তার আগে ২৮ তারিখ রোড শো-র কর্মসূচি ঘোষণা করেছিল BJP। কিন্তু শুক্রবার রাতে কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয় উত্তর কলকাতার একাধিক জায়গায়, ২৮ তারিখ থেকে আগামী ২ মাস ১৪৪ ধারা জারি করা থাকবে। এর পরেই প্রধানমন্ত্রীর রোড শো নিয়ে সংশয় তৈরি হয়।
কী বললেন সুকান্ত?
শনিবার সুকান্ত মজুমদার বলেন, "২৮ মে প্রধানমন্ত্রী একটি ঐতিহাসিক রোড শো করবেন কলকাতায়। সেখানে বাংলার সংস্কৃতি তুলে ধরা হবে। আমাদের কাছে যা তথ্য আছে ওইদিন প্রায় ২ লাখ মানুষ যোগ দেবেন ব়্যালিতে।"
এর পরেই কলকাতা পুলিশকে কটাক্ষ করেন সুকান্ত। তিনি বলেন, "কলকাতা পুলিশের তরফে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাদের তরফে বলা হচ্ছে এটাই রীতি। কিন্তু গত বছর ২৫ জুলাই সেখানে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয় প্রধানমন্ত্রীর রোড শো ভন্ডুল করতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।"