BJP নেতার মা-কে খুনের ঘটনার অভিযোগে উত্তপ্ত নন্দীগ্রাম। ওই ঘটনার পর নন্দীগ্রাম থানায় পৌঁছন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একপ্রকার হুংকারের সুরে তিনি বলেন, "IC-কে মজা দেখাব।" তাঁর অভিযোগ, খুনীর সঙ্গে বৈঠক করেছেন থানার IC। এমকি কেন্দ্রীয় বাহিনীকেও আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা হচ্ছে না বলেও অভিযোগ তাঁর।
Read More- মাত্র ২০ মিনিটেই খুন করা হয়েছিল বাংলাদেশের সাংসদকে? পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য!
BJP-র এক মহিলা কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটে নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায়। মৃত ওই কর্মীর নাম রথিবালা আড়ি। এছাড়াও ওই ঘটনায় আহত হয়েছেন তাঁর ছেলে সঞ্জয় আড়ি এবং আরও ৭ জন BJP কর্মী। এদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
এরপর বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম থানায় যান শুভেন্দু অধিকারী। তিনি ডিউটি অফিসারের সঙ্গে দেখা করেন তিনি। ধমক দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর FIR নম্বর সংগ্রহ করে থানা থেকে বেরিয়ে যান তিনি। CBI তদন্তেরও দাবি করবেন বলে তিনি জানিয়েছেন।
অন্যদিকে এদিন সকালেই কাঁথির নীলপুরে সভা করেন শুভেন্দু অধিকারী। সেখানে রথিবালা আড়ির খুনের ঘটনায় বদলা নেওয়ারও ডাক দেন। তিনি বলেন, "একটা ৫৬ বছর বয়সী SC মহিলাকে মাঝরাত্রে মেরে দিল। তার বদলা হবে না? তাঁর ছেলেকেও মেরেছে। আমি তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছি। তার বদলা নেবেন না?"