রাজ্যে মোদী ম্যাজিক উধাও। আর তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা। রাজনৈতিক মহলের মত, BJP-র এই ধাক্কার পর প্রশ্ন উঠতে পারে শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ নিয়ে। কারণ গত লোকসভা নির্বাচনের একাধিক জয়ী আসনে হারতে হয়েছে গেরুয়া শিবিরকে ।
BJP- সূত্রে খবর, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা ছিল শুভেন্দু অধিকারীর। তাঁর পরামর্শে তৈরি হওয়া প্রার্থী তালিকায় শিলমোহর দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। আর তারপরেই প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি শুভেন্দুর জন্যই নিজের গড় মেদিনীপুর থেকে সরতে হয়েছে দিলীপ ঘোষকে?
BJP সূত্রে খবর, লোকসভা নির্বাচনে রাজ্যে এই ভরাডুবির পর BJP-র অনেক নেতাই আড়ালে স্বীকার করেছেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আরও ভাবনা চিন্তা করা উচিত ছিল।
শুধু প্রার্থী বাছাই নয়, নির্বাচনী প্রচারেও বড় ভূমিকা ছিল শুভেন্দু অধিকারীর। প্রতিদিন একাধিক নির্বাচনী সভা করেছিলেন তিনি। দলের কর্মীদের অনেকেই জানিয়েছেন, প্রচার করলেও সংগঠন তেমন মজবুত করতে পারেনি শুভেন্দু। তার ফল ভুগতে হয়েছে BJP-কে।