বাংলার ৯ কেন্দ্রে শেষ দফায় চলছে ভোটগ্রহণ। এদিন ভোট রয়েছে কলকাতার দুই কেন্দ্রেও। সকাল থেকেই একাধিক তারকাদের ভোট দেওয়ার ছবি সামনে এসেছে। এদিন বোনের সঙ্গে ভোট দিতে গিয়ে ফিরে আসতে হল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। বুথ থেকে ফিরে এসে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে, অভিনেত্রী জানান তাঁদের ভোটার তালিকায় নাম নেই বলে ফিরিয়ে দেওয়া হয়েছে।
Tollywood: গণতন্ত্রের উৎসবে শামিল টলিউড, ভোট দিলেন কোয়েল-ঋতাভরী-সন্দীপ্তা সহ একঝাঁক তারকা
গলফগার্ডেন এলাকার একটি বুথে ভোট দিতে গিয়েছিলেন দুই বোন। এর আগেও তাঁরা ওই বুথে ভোট দিয়েছেন বলে জানান অভিনেত্রী। কিন্তু এবার ভোট দিতে গিয়েও, গণতান্ত্রিক ওঅধিকার প্রয়োগ করতে পারলেন না বলে অভিযোগ করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকার মৃত বাবা মায়ের নাম রয়েছে, তবু তাঁদের নাম নেই বলে জানান অভিনেত্রী।