তৃতীয় বারের জন্য শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে বুধবার NDA জোটের বৈঠক সম্পন্ন হয়েছে। জানা গিয়েছে শনিবার অর্থাৎ ৮ জুন শপথ নেবেন মোদী। ওই অনুষ্ঠানে একাধিক বিশ্ব নায়ককে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে থাকার জন্য ইতিমধ্যে সম্মতি জানিয়েছেন। এবং তারজন্য শুক্রবারই দিল্লি আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীর জয়ের পর তিনিই প্রথম শুভেচ্ছা জানিয়েছিলেন।
শ্রীলঙ্কার মিডিয়ার তরফে জানানো হয়েছে, সেখানকার প্রেসিডেন্ট রণিল বিক্রমসিংহ নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন। ইতিমধ্যে মোদীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে।
Read More- 'পশ্চিমবঙ্গের সংগঠন শুয়ে পড়েছে', দলের বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ
এছাড়াও আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন, ভূটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ যুগনাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল।
তৃতীয় দফায় সরকার গঠনের আগেই মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।