বাংলায় নির্বাচনী দায়িত্ব পালন করতে আসা কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ানের বিরুদ্ধে একজন মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ আনল তৃণমূল। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের চণ্ডীপুরে রবিবার ভোরে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ রাজ্যের মন্ত্রী শশী পাঁজার৷ সোমবার পঞ্চম দফায় ভোট উলুবেড়িয়ায়। তার ঠিক আগেই তৃণমূল এমন অভিযোগ করায় তপ্ত রাজ্য রাজনীতি।
শশী সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেন, উলুবেড়িয়ার চণ্ডীপুর অঞ্চলে এক মহিলা প্রাতঃভ্রমণে বেরিয়েছিকেন। সেই সময় ওখানে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে কুপ্রস্তাব দেন। ওই মহিলা তা প্রত্যাখ্যান করলে দু’জন সিআইএসএফ জওয়ান তাঁর শ্লীলতাহানি করে। গায়ে হাত দেয়, বিভিন্ন ভাবে যৌন স্পর্শ করে।
রবিবার সকাল ৬টা নাগাদ উলুবেড়িয়ার কুলগাছিয়ায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ রাজ্যের শাসকদলের। ওই মহিলাকে জোরপূর্বক চুম্বন করা হয় বলেও অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর এজেন্ট এলাকার নির্বাচনী পর্যবেক্ষককেও চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন।
অভিযুক্ত জওয়ানকে উলুবেড়িয়া থানায় নিয়ে যাওয়া হয়। শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ।