নির্বাচনী প্রচারে অন্য ছবি দেখা গেল বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। ওই কেন্দ্রের CPIM-এর প্রতীকে লড়ছেন আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত। এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন অরূপ চক্রবর্তী। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে দুজনকে কোলাকুলি করতে দেখা গিয়েছে। ইদ উপলক্ষ্যে তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন।
CPIM-TMC প্রার্থীদের কী বক্তব্য?
এবিষয়ে CPIM প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত জানান, বাংলার রাজনীতিতে এমনই সংস্কৃতি ছিল। এবং এটাই থাকা উচিত বলে মতামত তাঁর।
এদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীও জানিয়েছেন, INDIA জোটে উভয় রাজনৈতিক দলই রয়েছে। সেকারণে ইদের দিনে সৌজন্য বিনিময় করেছেন।
অন্যদিকে সৌজন্য বিনিময়ের বিষয়টিকে কটাক্ষ করেছেন BJP প্রার্থী সুভাষ সরকার। তাঁর দাবি পুরো বিষয়টি সংখ্যালঘু তোষণ ও নাটক।