সপ্তম দফায় সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে রাজ্যের একাধিক এলাকা থেকে। শেষলগ্নে উত্তপ্ত জয়নগর কেন্দ্রের বাসন্তী এলাকা। ঝড়খালিতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জয়নগরের গোলাবাড়ি ইটখোলা অঞ্চলেও বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার প্রতিবাদ করলে লাঠি,বাঁশ নিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একাধিক বিজেপি কর্মীর মাথা ফেটে গিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
Swastika Mukherjee: ভোট দিতে গিয়েও ফিরে আসতে হল স্বস্তিকাকে, তালিকায় নাম না থাকার অভিযোগ
বাসন্তীর আমঝাড়া এলাকাতেও তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তেজিত গোটা এলাকা। ওই এলাকায় আহত দুই তৃণমূল কর্মীকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ,বাসন্তীর তালদহ শিকারি পাড়া এলাকায় ভোটারদের মাংস ভাত খাইয়ে প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।