লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে৷ প্রার্থীদের নাওয়াখাওয়ার সময় নেই৷ ভোর থেকে রাত পর্যন্ত কেবল প্রচার আর প্রচার। কিন্তু তার মধ্যেও চিকিৎসকের দায়িত্বে ফাঁকি দিতে নারাজ রানাঘাট লোকসভার তৃণমূল প্রার্থী চিকিৎসক মুকুটমণি অধিকারী। প্রতিদিন ভোরবেলায় নিজের বাড়িতে নিয়ম করে রোগী দেখছেন তিনি। তারপর বেরোচ্ছেন প্রচারে।
সকাল হতে না হতেই মুকুটমণির বাড়িতে হাজির হচ্ছেন রোগীরা। তখন তিনি আর ভোটপ্রার্থী নন, দায়িত্বশীল ডাক্তারবাবু। প্রতিদিন অন্তত ২০ জন রোগী দেখে তবে প্রচারে বেরচ্ছেন বিজেপি থেকে তৃণমূলে এসেই লোকসভার টিকিট পাওয়া মুকুটমণি। তবে বিভিন্ন জায়গায় তাঁর যে চেম্বারগুলি আছে, সেগুলি আপাতত বন্ধ আছে।
তৃণমূলের চিকিৎসক প্রার্থী বলছেন, জনপ্রতিনিধি এবং রাজনীতিবিদ হলেও চিকিৎসা তাঁর পেশা। শত ব্যস্ততার মধ্যেও রোগীদের যথাসম্ভব সেবা করতে তাঁকে হবেই। সকলোর জন্য মুকুটমণির পরামর্শ, বড্ড গরম পড়েছে, তাই রোদের হাত থেকে বাঁচতে যথাসম্ভব ঘরে থাকুন। ওআরএস এবং ডাবের জল খান।
ডাক্তারবাবুর জয় নিয়ে তাঁর রোগীরা আশাবাদী। সেই আশা সত্যি হবে কি না তার উত্তর দেবে সময়।