অন্য ছবি জলপাইগুড়িতে। বিজেপির অস্থায়ী ক্যাম্প অফিসে গিয়ে কথা বললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। ক্যাম্পে উপস্থিত সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন তিনি।
ভোট গ্রহণ পর্ব শুরুর পর থেকেই সকাল থেকেই বিভিন্ন বুথে ঘুরছেন নির্মল চন্দ্র রায়। সেসময় ১৫/৩৫ নম্বর বুথের পাশ দিয়ে যাওয়ার সময় বিজেপির বুথে ঢুকে পড়েন তিনি। বুথ সভাপতি গুলিন্দ রায়ের সঙ্গে কথা বলেন।
এবিষয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় বলেন, "আমরা গ্ৰামের মানুষ, ভোটের পর সবাই একসাথে বসে আড্ডা মারব। কেউ বিজেপি বা তৃণমূল করতেই পারে। তবে আমাদের এখানে গন্ডগোল হয় না।"
অন্যদিকে BJP সভাপতি গুলিন্দ রায় বলেন, "এটা সৌজন্য। এখানে গন্ডগোল হয় না।তাকে শুভেচ্ছা জানালাম।"