লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যে সবচেয়ে বেশি হেলিকপ্টার ব্যবহার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের তরফে এই তথ্য জানানো হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে BJP।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী প্রচার কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস মোট ৫২১ বার হেলিকপ্টার ব্যবহার করেছে। তবে তাদের তরফে মোট ৬৭৬ বার হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল। অন্যদিকে BJP ১৮৩ বার হেলিকপ্টার ব্যবহার করেছে। নির্দল এবং কংগ্রেস ২ বার করে হেলিকপ্টার ব্যবহার করলেও বামেরা চলতি নির্বাচনে একবারও হেলিকপ্টার ব্যবহার করেনি।
Read More- নির্বাচনের আগে উত্তপ্ত গাঙ্গুলিবাগান, সিপিএম কর্মীদের 'মারধর' অস্বীকার তৃণমূলের
নির্বাচন কমিশন জানিয়েছে, গোটা দেশের মধ্যে বাংলায় নির্বাচনী প্রচার হয়েছে অনেক বেশি। সব রাজনৈতিক দল মিলিয়ে প্রায় ১ লাখ সভা, মিছিল হয়েছে বিগত আড়াই মাসে।