প্রবল গরমে অসুস্থ হয়ে পড়লেন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লাগাতার লোকসভা নির্বাচনের প্রচার করেছিলেন।
Read More- ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে উদ্ধার মহিলার পচা-গলা দেহ, খুন নাকি অন্য কিছু ?
জানা গিয়েছে, সম্প্রতি মালদায় প্রচার করতে গিয়েছিলেন সোহম। প্রচারের পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা করানোর পর কলকাতায় নিয়ে আসা হয়।
প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, লু-এর কারণেই অসুস্থ হয়ে পড়েছেন সোহম। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। অভিনেতার যেহেতু ডায়াবেটিসের সমস্যা রয়েছে সেকারণে তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতিমধ্যে দেব এবং মন্ত্রী অরূপ বিশ্বাস তাঁকে দেখতে গিয়েছেন।