লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই রাজনৈতিক হিংসার ছবি বরানগরে। সেখানকার CPIM এর একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বরানগর কুটিঘাটের ৩৪ নম্বর ওয়ার্ড এলাকায়।
স্থানীয় CPIM নেতৃত্বের অভিযোগ, ফল প্রকাশের পরেই ওই পার্টি অফিসে হানা দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারা কার্যালয়ের ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। ভিতরে থাকা চেয়ার, টেবিল এবং টিভি তছনছ করে দিয়েছে। তাঁদের আরও অভিযোগ, কার্যালয়ের ভিতরে থাকা জ্যোতি বসুর একটি ছবিও ভেঙে দেওয়া হয়।
Read More- একই বিমানে দিল্লি যাত্রা নীতীশ কুমার ও তেজস্বী যাদবের, নতুন সমীকরণ জাতীয় রাজনীতিতে?
যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের পালটা দাবি, এই ঘটনার সঙ্গে শাসক দলের কেউ জড়িত নয়।