চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ। বিক্ষিপ্ত কিছু অশান্তির অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বাঁকুড়া লোকসভার রঘুনাথপুর বিধানসভার পাঁচটি বুথ থেকে BJP-র ট্যাগ লাগানো EVM পাওয়ার অভিযোগ তুলল TMC। এই ঘটনার পরেই BJP-র বিরুদ্ধে আঙুল তুলেছে রাজ্যের শাসক দল। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তারা।
রঘুনাথপুর বিধানসভা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানে ভামুরিয়া গ্রাম পঞ্চায়েতের ৫৬, ৫৮, ৬০, ৬১ এবং ৬২ নম্বর বুথ থেকে BJP-র ট্যাগ লাগানো EVM উদ্ধার হয়েছে বলে খবর। তৃণমূলের অভিযোগ, মক পোলের সময় BJP এই কাজ করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
Read More- জাতীয় রাজনীতির সবচেয়ে চর্চিত মা-ছেলে জুটি! সনিয়া-রাহুলের ভোট-সেল্ফি ভাইরাল!
বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, "BJP পরিকল্পনা করে এই কাজ করেছে। নির্বাচন কমিশনে এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে।"
যদিও BJP-র তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, বাঁকুড়া ও পুরুলিয়ায় হারবে তৃণমূল। সেকারণে মিথ্যা অভিযোগ করা হয়েছে।