নির্বাচনী ফল ঘোষণার পরের দিনই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভজনপুর এলাকায়। ওই সংঘর্ষের একটি ভিডিয়ো ভাইরাল রয়েছে। সেখানে দেখা গিয়েছে, এক যুবক বন্দুক উঁচু করে ভয় দেখাচ্ছেন (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা)।
কোচবিহারে BJP-র প্রার্থী ছিলেন নিশীথ প্রমাণিক। তাঁকে প্রায় ৩৯ হাজার ভোটে পরাজিত করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। তৃণমূলের অভিযোগ, ভোটের ফল প্রকাশের পরেই উত্তপ্ত হয়ে ওঠে ভজনপুর এলাকা। বিনয় বর্মন নামে এক তৃণমূল কর্মীর উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ। তিনি ছাড়াও আরও দুজন তৃণমূল কর্মী আহত হয়েছেন।
Read More- শনিবার জয়ী প্রার্থীদের নিয়ে কালীঘাটে বৈঠক মমতার, কী নিয়ে আলোচনা?
এবিষয়ে তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, বুধবার সকালে তৃণমূল কংগ্রেস কর্মীরা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। তাঁর অভিযোগ, সেসময় BJP-আশ্রিত দুষ্কৃতীরা আচমকা হামলা চালায়।
যদিও BJP-পুরো অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে BJP-র কেউ জড়িত নয়। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে।