রাজনীতিতে বিনোদন জগতের তারাদের যাতায়াত, জিত হারের সঙ্গে মানুষ অভ্যস্ত। এবার লোকসভার ময়দানে ব্যাট করতে নেমেছিলেন দুই বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার। ১৯৮৩ সালে কপিল দেবের ক্যাপ্টেন্সিতে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন কীর্তি আজাদ, অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ২০০৭ সালে টিটোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ের শরিক ছিলেন ইউসুফ পাঠান।
তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের জার্সিতে দুই কঠিন কেন্দ্রে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যাট করতে নেমেছিলেন এই দুই বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার। এবার ক্যাপ্টেন ছিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ নিয়ে, অধীর গড় বহরমপুরে জিতে ফিরলেন রাজনীতিতে নবীশ ইউসুফ পাঠান, অন্যদিকে দিলীপ ঘোষের মতো প্রতিপক্ষকে হারিয়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে জয়ী হন কীর্তি আজাদ।