নতুন বিতর্কে জড়ালেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। রাজ্যের শাসকদলের অভিযোগ, হিরণ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তরুণ মিশ্রের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। কমিশনের কাছে তাঁর বক্তব্যের ভিডিও পেন ড্রাইভে করে জমা দিয়েছে তৃণমূল। তাদের অভিযোগ, হিরণের প্ররোচণামূলক বক্তব্যের জেরে খুন হতে পারেন ওই নেতা।
হিরণের বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'মা-বোনেরা হাতে লাঠি-ঝাঁটা, বঁটি-কাটারি নিয়ে থাকবে। আর মিশ্রের বাহিনী যদি আসে তা হলে মা-বোনেরা সামনে থাকবে। আমি থাকব সামনে। আমার সঙ্গে থাকবেন। মিশ্র তুই কত বড় বাপের ব্যাটা, তোকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই বলপাই মোড়ে।' এছাড়াও আরও কিছু কথা বলেন হিরণ। এডিটরজি অবশ্য ভিডিওর সত্যতা বিচার করেনি।
অবশ্য হিরণের দাবি, তিনি ভুল কিছু বলেননি৷ আত্মরক্ষার অধিকার সকলেরই আছে। কেউ যদি দেখেন যে তাঁর ভোট লুট হয়ে যাচ্ছে, তিনি প্রতিরোধ করবেন। তাঁর কথায়, "আমি মা-বোনেদের সেই প্রতিরোধের কথা বলেছি।"