এক তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠল CPIM প্রার্থী মহম্মদ সেলিমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের গোপীনাথপুরের ৩৬ নম্বর বুথে। অভিযোগকারী তৃণমূল কর্মীর নাম হিটলার সরকার। তিনি সেলিমের গ্রেফতারির দাবি তোলেন। অভিযোগ অস্বীকার করেন মহম্মদ সেলিম।
তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হতেই অশান্তি শুরু হয় মুর্শিদাবাদের একাধিক এলাকায়। সেলিমের কাছে খবর পৌঁছয় গোপীনাথপুরের ৩৬ নম্বর বুথে অশান্তি হচ্ছে। তারপর সেখানে পৌঁছে যান CPIM প্রার্থী। ভুয়ো ভোটারকে ধরেন তিনি। তারপর গোটা গ্রাম ঘুরে দেখেন।
সেসময়ই CPIM প্রার্থী মহম্মদ সেলিমকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীরা। সেসময়ই তৃণমূল কংগ্রেস কর্মী হিটলার সরকার মারধরের অভিযোগ তোলেন।