লোকসভা ভোটের মুখে সরিয়ে দেওয়া হল রাজ্য নির্বাচন কমিশনের দুই সিনিয়র অফিসারকে । কমিশন সূত্রে খবর, ওই দুই অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে । সেকারণেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে তাঁদের সরানো হয়েছে । সোমবার বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন ।
মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে যে দুইজন অফিসারকে সরানো হয়েছে, তাঁরা হলেন অমিত রায় চৌধুরী এবং রাহুল নাথ । জানা গিয়েছে, ১০ বছর ধরে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্বে রয়েছেন অমিত রায়চৌধুরী । অন্যদিকে, প্রায় ৬ বছর ধরে জয়েন্ট সিইও-এর দায়িত্বে রাহুল নাথ । ইতিমধ্যেই তাঁদের পরিবর্ত হিসেবে রাজ্যের থেকে নতুন নাম চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন ।
দুই অফিসারকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে দু'টি কারণ উঠে আসছে । কেউ কেউ বলছেন, অনেক বছর ধরে দায়িত্বে থাকার জন্যই দুই আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে । আবার অনেকে বলছেন, পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে ওই দুই আধিকারিকের বিরুদ্ধে । উল্লেখ্য, সম্প্রতি, অমিত রায়চৌধুরী ও রাহুল নাথের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।