সোমবার বাংলায় চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। রাজ্যের মোট আটটি কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে সোমবার। কমিশন জানিয়েছে, কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ। মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে চতুর্থ দফার ভোটগ্রহণের হার প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সোমবার বাংলার আট আসনের ভোটদানের হার ৮০ শতাংশের কিছুটা বেশি।
ভোট দানের হার কত?
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলার আট আসনে চতুর্থ দফায় গড়ে ভোট পড়েছে ৮০.২২ শতাংশ। যদিও ২০১৯ সালে এই আসনগুলিতে গড়ে ভোট পড়েছিল ৮৩.০৫ শতাংশ। সুতরাং বিগত তিনটি দফার মতো চতুর্থ দফাতেও ভোটগ্রহণের হার কমল।
Read More- 'আমি তো কোর্টে যাচ্ছি', চোর-মন্তব্য নিয়ে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের
চতুর্থ দফার যে আটটি আসনে ভোট গ্রহণ হয়েছে সেগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। এই আসনগুলির মধ্যে শুধুমাত্র বর্ধমান-দুর্গাপুর আসনে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। সেখানে দিলীপ ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়।